মানবদেহে দুইটি বৃক্ক থাকে।প্রতিটি বৃক্কে অনেক ধরনের খনিজ লবণ থাকে।এর মধ্যে অন্যতম হলো ক্যালসিয়াম তথা রেনাল ক্যালসিয়াম।আজ এর ক্ষরণ সম্পর্কে আমরা জানব।

বৃক্ক থেকে রেনাল ক্যালসিয়াম ক্ষরিত হয়।এই ক্ষরণে অনেক ফ্যাক্টর কাজ করে।এদের কারো বৃদ্ধিতে রেনাল ক্যালসিয়াম ক্ষরণ বাড়ে,কারো বৃদ্ধিতে ক্ষরণ কমে।যেমনঃ
*ডাইটেরি ক্যালসিয়াম-
এটি বাড়লে রেনাল ক্যালসিয়াম ক্ষরণ বাড়ে।
*ইসিএফ ভলিউম-
এর বৃদ্ধিতে রেনাল ক্যালসিয়ামের ক্ষরণ বাড়ে।
*প্যারাথাইরয়েড হরমোন-
এটির উপস্থিতি রেনাল ক্যালসিয়ামের ক্ষরণ কমিয়ে দেয়।
*ক্যালসিট্রায়োল-
এর বৃদ্ধি রেনাল ক্যালসিয়ামের ক্ষরণ কমিয়ে দেয়।
*ক্যালসিটোনিন-
এটি উপস্থিত থাকলে তা রেনাল ক্যালসিয়ামের ক্ষরণ বাড়িয়ে দেয়।

©দীপা সিকদার জ্যোতি

Share.

আমি দীপা সিকদার জ্যোতি।লেখাপড়ার পাশাপাশি রংপুর ডেইলীতে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে কাজ করছি।সকলের আশীর্বাদ একান্ত কাম্য।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version