যে নীরব থাকে সে মুক্তি পায়

আমি কম কথা বলি নাকি বলতে ভয় পাই। নাকি কেউ দাম দিবেনা ভেবেই চুপচাপ থাকি।

আবার চেয়ে চেয়ে কিছু পেতে ইচ্ছে করেনা বলে আমার এই নিরব থাকা।
অথবা ঠিক বলার মানুষটা পাইনা কিংবা মানুষটার এতো সময় কই আমার নিরবতা ভাঙানোর।
কখনো কখনো আবার ভাবী মুখ খুললেই যদি বিশৃঙ্খলা বেধে যায়।কারও রাগের কারণ হয়ে দাড়াই অকারণেই।
তাইতো আমার চুপ থাকা।
আমি মেনেই নিয়েছি আমাকে চুপচাপই মানায়।এইতো বেশ আছি।মনের ভিতর গুছিয়ে রেখেছি সব।
জীবনটা কিন্তু আপনার।আপনি কারও কিছু হবার আগে আপনি আপনার। আপনি নিজেকে যতটা এগিয়ে নিয়ে যাবেন ঠিকততটাই কিন্তু এগোবেন।

জীবনে স্বাধীনভাবে বাচবার অধিকার আপনার আছে। তাই বলে সবার কাছে সহজলভ্যও যেমন হবেননা তেমনি মানুষকে চিনতে শিখতে হবে। দুনিয়াতে এখনও ভালোমানুষ আছে। যারা অন্যের ভালো যায়।অন্যের জন্য নিবেদিত প্রাণ।

মানুষের সাথে মিশতে হবে প্রচুর।নিজেকে লুকিয়ে রাখলে, আড়াল করে রাখলে সামনে এগোতে পারবেননা। জীবনে একা কেউই কখনো চলতে পারেনা। মানুষের সাথে মিশলে পরেই মানুষকে চিনতে পারবেন জানতে পারবেন। বুঝতে পারবেন কে আপনার জন্য ঠিক আর কে ঠিক না।
নিরবতা ভেঙে সাহস সঞ্চয় করুন।নিজের কথাটা নিজেই বলা শিখুন। আপনার কথা অন্য কেউ বলে দিবেনা আর বলে দিলেও আপনি আপনার অনুভুতি যতটা প্রকাশ করতে পারবেন অন্য কেউ তা পারবেনা।

চুপ করে থাকা মানেই কিন্তু থেমে থাকা। নিরব থেকে কেনো নিজেকে থামিয়ে রাখবেন। কি হবে না হবে এসব ভেবে চুপ করে থাকবেন, কিন্তু না বললে যে আপনিই থেমে থাকবেন।জীবনের সবক্ষেত্রেই যে জিতে যাবেন এমনটা না। কোথাও হোচট খেলেও যেন নিরবতা কাটিয়ে নিজেকে আবারও দাড় করাতে পারেন সেভাবেই গড়ে তুলুন নিজেকে।

নওমিন

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version