আজ গ্লাইকোজইউরিয়া নিয়ে আলোচনা করব।এটি এমন একটি রোগ যে রোগে মূত্রে অক্সিজেন উপস্থিত থাকে।
রোগটির তিনটি ধরণ আছে।
১.রেনাল গ্লাইকোজইউরিয়া
২.এলিমেন্টারি গ্লাইকোজইউরিয়া
৩.ডায়াবেটিস মেলাইটাস এর কারণে গ্লাইকোজইউরিয়া

রোগটি বিভিন্ন কারণে হয়ে থাকে।যেমনঃ
-ডায়াবেটিস মেলাইটাস
-গ্লুকাগোনোমা
-গেসটেশোনাল ডায়াবেটিস মেলাইটাস
-ফিওক্রোমোসাইটোমা
-কুশিং সিনড্রোম
-এক্রোমেগালি

গ্লাইকোজইউরিয়া হলে অসমোটিক ডাইইউরেসিস হয় যার ফলে ইলেকট্রোলাইট লস হয়।এর ফলে ডিহাইড্রেশন হতে পারে।

এই রোগটির ক্ষেত্রে মূলত বৃক্কের একটি অংশ গ্লোমেরুলার ফিলট্রেট কে পুনঃশোষণ করতে ব্যর্থ হয়।এর ফলে মূত্রের সাথে গ্লুকোজ মিশে যায়।

রোগটি শনাক্ত করার জন্য যে পরীক্ষাগুলো করা হয়-
*Fasting blood glucose
*Oral glucose tolerance test
*Plasma cortisol,growth hormone and glucagon
*Urinary VMA (catabolic product of catecholamine) test

যেকোনো রোগই শরীরের পক্ষে ক্ষতিকর।তাই রোগমুক্ত থাকতে আমাদের সচেতন থাকতে হবে।নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে।

©দীপা সিকদার জ্যোতি

Share.

আমি দীপা সিকদার জ্যোতি।লেখাপড়ার পাশাপাশি রংপুর ডেইলীতে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে কাজ করছি।সকলের আশীর্বাদ একান্ত কাম্য।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version