আরব আমিরাতের সঙ্গে বিমান চলাচলে আবারো নিষেধাজ্ঞা আরোপ করলো আরব আমিরাত।  নতুন এই নিষেধাজ্ঞা আগামী ১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে আরব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বাংলাদেশের পাশাপাশি  ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গেও বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা কার্যকরী হবে।

এর আগে, গত ২৪ এপ্রিল বাংলাদেশসহ কয়েকটি দেশের ভ্রমণকারীদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। পরে ২৯ জুন বাংলাদেশসহ ১৪টি দেশের ভ্রমণকারীদের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়। এতে বলা হয়, আগামী ২১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। 

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিসিএএ)এক বিবৃতিতে জানায়, মালবাহী কার্গো ফ্লাইট এবং বাণিজ্যিক ও ব্যক্তিগত ফ্লাইটসমূহ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না এবং আমিরাতের নাগরিক, কূটনীতিক এবং গোল্ডেন ভিসাধারীরাও এই ভ্রমণ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যে করোনার আরটিপিসিআর পরীক্ষার সনদ দেখাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version