পশ্চিম ইউরোপে বড় ধরনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে ঠেকেছে। নিখোঁজ বহু মানুষের খোঁজ করছে উদ্ধারকারীরা। বানের তোড়ে বহু ঘর-বাড়ি ভেসে যাওয়ায় সব হারিয়ে পথে বসেছে বাস্তচ্যুতরা।

ভারী বৃষ্টির ফলে জার্মানি, নেদারল্যান্ডসের বহু জায়গা তলিয়ে গেছে। জানা গেছে, সবচেয়ে খারাপ অবস্থায় জার্মানির। সে দেশে বন্যায় এখন পর্যন্ত ১৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এদিকে পশ্চিম জার্মানির স্টেইনবাস্টাল বাঁধ ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। শহর কর্তৃপক্ষ বলছে, ঝুঁকিপূর্ণ হওয়ায় বাঁধের চারপাশের প্রায় সাড়ে ৪ হাজার বাসিন্দাকে এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version