বর্তমানে বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের প্রকোপ।প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছে,মৃত্যুবরণ করেছে।এরই মধ্যে শুনা গেলো নতুন খবর।গবেষণায় দেখা গিয়েছে,পূর্বে আক্রান্ত হয়েছিল কিন্তু টিকা নেননি এমন ব্যক্তির আক্রান্ত হওয়ার ঝুকি যারা টিকা নিয়েছেন তাদের চেয়ে দ্বিগুণের ও বেশি। আক্রান্তের সম্ভাবনা নিয়ে পুনরায় করা এক গবেষণায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।৬ আগস্ট শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই গবেষণা প্রকাশ করে।গবেষণায় দেখা গিয়েছে, যারা টিকা গ্রহণ করেননি তাদের পুনরায় করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা টিকা নেওয়া ব্যক্তির চেয়ে ২.৩৪ গুণ বেশি।আর তাই করোনার টিকা নিতে সক্ষম সবাইকেই টিকা দিতে হবে।সেন্টার ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক ড. রোশেল পি. ওয়ালেন্সকির বলেন, এই গবেষণায় পাওয়া তথ্য মতে,যারা আগে আক্রান্ত হয়েছেন তাদের জন্যও টিকা গুরুত্বপূর্ণ।’আপনি যদি পূর্বে করোনা আক্রান্ত হয়ে থাকেন, দয়া করে টিকা নিন।নিজে সুরক্ষিত থাকুন ও অন্যকে সুরক্ষিত রাখুন। বিশেষ করে এই মুহূর্তে, যখন দেশজুড়ে করোনার ডেল্টা ধরনের প্রকোপ বাড়ছে।তবে গবেষকরা নতুনগবেষণার ফলাফল সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নন।করোনা ভাইরাস সকল দিক সম্পর্কে মানুষের পুরো ধারণা নেই।পুনরায় আক্রান্ত হওয়ার অন্য কোনো কারণও থাকতে পারে।করোনা হতে প্রথমবার সুস্থ হয়ে আবার নতুন করে আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তির ক্ষেত্রে প্রথম বার আক্রান্ত হওয়ার পর হয়তো কিছু জীবাণু শরীরে থেকে গিয়েছিল যা থেকে দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন তারা।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version