পানিসম্পদ মন্ত্রণালয়ের পানিসম্পদ পরিকল্পনা সংস্থায় রাজস্ব খাতে জনবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে চার পদে ৪ জনকে নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন যে কেউ।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর/পিএ (গ্রেড-১৩)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে থেকে স্নাতক বা সমমান পরীক্ষায় পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন: ১১০০০/- থেকে ২৬৫৯০/-

পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পরীক্ষায় পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন: ১০২০০/- থেকে ২৪৬৮০/-

পদের নাম: গাড়িচালক (লাইট, গ্রেড ১৬)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: বৈধ লাইসেন্স ও গাড়ি চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯৩০০/- থেকে ২২৪৯০/-

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড ২০)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: ৫ম শ্রেণি পাস বা পেশাদার ঝাড়ুদার।
বেতন: ৮২৫০/- থেকে ২০০১০/-

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পাওয়া যাবে https://warpo.portal.gov.bd/sites/default/files/files/warpo.portal.gov.bd/notices/4ea7a40a_2d1b_498e_8497_9eaa80bacb7f/2021-07-12-10-24-64bb35fea12320dd594d0f4666e850a4.pdf -এ ওয়েবসাইটে। আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকার এমআইসিআর নম্বরযুক্ত ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহীদের আবেদন ফরম সচিব, ওয়ারপো, ৭২ গ্রিন রোড, ঢাকা- ১২১৫ বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহীরা ২০২১ সালের ৫ আগষ্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version