35 বিসিএস থেকে প্রশ্নের ধারা প্রতিনিয়ত পরিবর্তনশীল 10 থেকে 34 পর্যন্ত একটা নির্দিষ্ট ট্রেন্ড অনুসরণ করে পিএসসি প্রশ্নপত্র সেট করতো | যেখানে বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস ও বাজারের 2 /1 সেট গাইড মুখস্থ করলেই ভালো কিছু হয়ে যেত |বর্তমানে বিষয়টি একেবারেই ভিন্ন |


এর কারণ প্রতিবছর নতুন 1 লক্ষ করে পরীক্ষার্থী আগের পরীক্ষার্থীদের সাথে যুক্ত হচ্ছে |এক হিসাবে দেখা যায় বর্তমানে বিসিএস পরীক্ষার্থীদের 15 থেকে 16 হাজার পরীক্ষা দেয় শুধু ক্যাডার পরিবর্তন করতে অর্থাৎ তারা ইতিমধ্যে কোন না কোন ক্যাডার পেয়েছে |তাহলে বিষয়টি একটু অনুধাবন করুন এটি শুধুমাত্র বিসিএস না অন্যান্য জবের ক্ষেত্রেও | তার মানে এই নয় যে বিষয়টি খুব কঠিন জেনে-বুঝে -কৌশলে এগোতে পারলেই প্রথম বারেই পৌঁছানো যাবে স্বপ্নের জায়গায় |

তবে এর জন্য 90 দশকের জব সলুশন ও mp3 জগত থেকে বেরিয়ে বর্তমান ধারার সাথে যুক্ত হতে হবে |মনে করো প্রিভিয়াস প্রশ্ন এসেছে বা গাইড থেকে প্রশ্ন কমন এসেছে একটু ভাবো তো এ ধরনের প্রশ্ন কি তুমি শুধু একাই পারবে অন্যরা ঘাস খাবে | 5 লাখ পরীক্ষার্থীর অন্তত 1 লাখ পরীক্ষার্থী আছে যাদের গাইড বইয়ের পেজ নাম্বার সহ মুখস্ত সুতরাং এবার বুঝেছো PSC কেন বারবার প্রশ্নের ধারা পরিবর্তন করছে ;না বুঝার কিছুই নাই ওই 100000 পরীক্ষার্থীর হাত থেকে বাঁচার জন্য নতুন নতুন পথে হাঁটতে হচ্ছে PSC কে |


আর এই নতুনত্ব আনতে যে পিএসসি যেসব পথে হাঁটছে আজকার একটু বিশ্লেষণ করি :

  1. কিছু প্রশ্নের একাধিক উত্তর সেট করা;
  2. মাঝে মাঝে প্রশ্নের ভুল বা অপশনে সমস্ত কিছু ভুল ;
    3.কিছু প্রশ্নের বিতর্কিত উত্তর ;
  3. কমন প্রশ্নের আনকমন উত্তর;
  4. মাঝে মাঝে সিলেবাসের বাইরে গিয়ে প্রশ্ন সেট করা;
  5. পরীক্ষার্থীর অবহেলার জায়গায় বেশি প্রশ্ন সেট করা ;
  6. সবথেকে গুরুত্বপূর্ণ স্থানগুলো এড়িয়ে যাওয়া ;
    8.এমন কিছু প্রশ্ন সেট করা যার উত্তর করা অন্তত পরীক্ষার হলে সম্ভব নয় জেনেও শুধুমাত্র পরীক্ষার্থীর (TIME KILL) করাতে বেশি বেশি করে সেট করা | বিশেষ করে (MATH+ IQ + আইসিটি) |
  7. প্রশ্নের ধারা বুঝতে পারার আগেই নতুন ধারা সংযোজন |
  8. এমন কিছু জায়গা থেকে প্রশ্ন সেট করা ,যা আসলে ওই সময় পর্যন্ত কোনো পরীক্ষার্থীর ওই বিষয়ের উপর প্রস্তুতি থাকে না বিশেষ করে (বাংলা /ইংরেজি সাহিত্য +বিজ্ঞান) |
  9. পরীক্ষার্থীরা যে বছর যে বিষয়ের উপর স্বাভাবিকভাবেই বেশি জোর দেয়া উচিত বলে মনে করে সে বিষয়টি এড়িয়ে চলে পিএসসি বিশেষ করে বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার |
    12 যে বিষয়গুলোকে পরীক্ষার্থীরা স্বপ্নেও ভাবেনা, পড়া তো দূরের কথা সে বিষয়ে প্রশ্ন সেট করা |
  10. তবে সব থেকে বড় সমস্যার জায়গা হল UNDERSTANDING টপিকগুলো থেকে সেট করছে MEMORIZING প্রশ্ন আর MEMORIZING টপিকগুলো থেকে সেট করছে UNDERSTANDING টাইপের প্রশ্ন |

অভিজিৎ

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version