রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ বিভাগে এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একই সময় বিভাগের আট জেলায় করোনা আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে। একই সময়ে সুস্থ হয়েছেন ১০০ জন।


এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৪৬২ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৭ জন। শনাক্তের হার ৩৭ দশমিক ৮৫ শতাংশ। বিভাগে ১ লাখ ৪৭ হাজার ৯৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।


বৃহস্পতিবার (২৪ জুন) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।


স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুন) বিভাগের আট জেলার ২ হাজার ২২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এতে শনাক্ত হওয়া ৮৪৩ জনের মধ্যে দিনাজপুর জেলার ৪৮৩ জন, ঠাকুরগাঁওয়ে ১৮৮, কুড়িগ্রামের ২৪, গাইবান্ধার ১৯, রংপুরের ৫৩, নীলফামারীর ৩৮, পঞ্চগড়ের ৩৩, লালমনিরহাটের ৫ জন রয়েছেন।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version