পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির মাংস কাটতে গিয়ে আহত হয়ে রাজধানীর আশেপাশের বিভিন্ন জেলার শতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। প্রতিবছর অসচেতনতা ও অনভিজ্ঞতার কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। এবারও ব্যতিক্রম না।

বুধবার (২১ জুলাই) সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত এভাবে আহত শতাধিক মানুষ ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। তবে দিনভর এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে বিকালের পরে আহতের সংখ্যা কিছুটা কমে যেতে পারে। এ পর্যন্ত আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়।

কোরবানির দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। অথবা কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়েছেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আব্দুল খান জানান, সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীসহ আশেপাশে এলাকা থেকে আনুমানিক শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে। কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে যায়।

তিনি আরও জানানা, অনেকে কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়ে ঢামেক হাসপাতালে ভিড় করছেন। তবে এখন পর্যন্ত আহত হয়ে যারা আসছেন কেউই গুরুতর নয়।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version