নারায়নগঞ্জ সিটির বন্দর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটার সংখ্যা চার হাজার ১২৯ জন। সবাই নারী ভোটার। এখানে ১০ টি বুথে ভোট হচ্ছে। বেলা দশটা পর্যন্ত প্রতিটি বুথে ২২ থেকে ২৬ ভোট পড়েছে। অনেকের ইভিএমে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না ।
লুৎফা ও ফাতেমা নামে দু’জন বয়স্ক ভোটার ফিঙ্গারপ্রিন্ট না মেলায় ভোট না দিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। কুলসুম নামে একজন বয়স্ক ভোটার প্রায় ১০ মিনিট চেষ্টার পর ভোট দিতে সক্ষম হন।

ইভিএমে সমস্যা হচ্ছে বয়স্কদের
বন্দর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একটি বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সালাউদ্দিন কাউসার বলেন, ইভিএম সব ভোটারের জন্য নতুন একটি বিষয়। এজন্য ভোট দিতে দেরি হচ্ছে। তার বুথে দুই ঘন্টায় ২২টি পড়ছে। আরেকজন সহকারী প্রিজাইডিং অফিসার বলেন, বয়স্ক ভোটারদের ক্ষেত্রে এ সমস্যাটা বেশি হচ্ছে। বয়সে নবীনদের ফিঙ্গার দিতেই তা সহজেই মিলে যাচ্ছে।এটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড। ছয়টি কেন্দ্রে প্রশাসনের কাছে ঝুঁকিপূর্ণ।

২২ নম্বর ওয়ার্ডের ঝুড়ি প্রতীকে সাধারণ কাউন্সিলর প্রার্থী ইসরাত জাহান খান অভিযোগ করেন, প্রতিদ্বন্দী খান মাসুদের সমর্থকেরা প্রতিটি মোড়ে মোড়ে জটলা বেঁধে দাঁড়িয়ে আছে আতঙ্ক সৃষ্টি করছে অনেক ভোটারকে সেধে জোর করে টাকা-পয়সা দিচ্ছে।অবশ্য খান মাসুদ বলেন, ‘এখানে যত জন প্রার্থীর সবচেয়ে টাকা কম আমার। আমি যদি এভাবে টাকা দেই, তাহলে তারা তো ধনী। তারা দিচ্ছে না কেন।’

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version