শহরের নাম প্রেসিচ্চে। অবস্থান ইতালির পুগলিয়া অঞ্চলে। শহরটির কর্তৃপক্ষ আকর্ষণীয় একটি প্রস্তাব দিয়েছে। সেটি হলো প্রেসিচ্চে শহরে গিয়ে বসবাস শুরু করলেই পাওয়া যাবে ৩০ হাজার ইউরো (৩১ লাখ টাকার বেশি)। এ সুযোগ নিতে পারবেন বিদেশিরাও। খবর সিএনএনের

 

 

প্রেসিচ্চে শহরের কাউন্সিলর আলফ্রেদো পালেসে বলেন, শহরটিতে ১৯৯১ সালের আগে নির্মাণ করা অনেক বাড়ি খালি পড়ে আছে। ওই বাড়িগুলো কেনার জন্যই অর্থ দেওয়া হবে। কারণ, তাঁরা চান খালি বাড়িগুলো আবার যেন মানুষে ভরে ওঠে।

প্রেসিচ্চে শহরে মানুষের জন্মহার দিনকে দিন কমেই যাচ্ছে। এতে করে শহরটির জনসংখ্যা কমে আসছে বলে জানান পালেসে। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘ইতিহাস, সুন্দর সুন্দর স্থাপনা ও শিল্পসমৃদ্ধ শহরটি খালি হয়ে যাচ্ছে এটা চোখের সামনে দেখাটা কষ্টের।’

বসবাসের বিনিময়ে অর্থ দেওয়ার পরিকল্পনা নাকি কাজে দিয়েছে। কাউন্সিলর জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহেও বসবাসের আবেদন নেওয়া হবে। আগ্রহীরা শহরের টাউন হল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন।

শহরটিতে বসবাসে রাজি থাকলে অর্থ দুই ধাপে দেওয়া হবে বলে জানান আলফ্রেদো পালেসে। প্রথম ধাপে শহরের একটি পুরোনো বাড়ি কেনার জন্য অর্থ ছাড় করা হবে। বাকি অর্থ ওই বাড়িটি সংস্কারের প্রয়োজন হলে দেওয়া হবে।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version