নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের লোকজন। তৈমুরের প্রধান নির্বাচনী এজেন্ট এ টি এম কামাল গতকাল শনিবার এই অভিযোগ করেন। তবে তিনি কোথাও লিখিত কোনো অভিযোগ জমা দেননি।তৈমুর আলম খন্দকারকে ওসমান পরিবারের প্রার্থী বলে বক্তব্য দেওয়ায় গতকাল রাতে আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। এর আগে গত শুক্রবার সকালে নারায়ণগঞ্জের বন্দরে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের নির্বাচনী প্রচারণায় অংশ নেন জাপা দলীয় চার ইউপি চেয়ারম্যান। তাঁরা সবাই নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী।

সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের বড় ভাই। নারায়ণগঞ্জে কয়েক দিন ধরে গুঞ্জন ছিল ওসমান পরিবারের ইন্ধনে তৈমুর নির্বাচনে দাঁড়িয়েছেন।তৈমুরের প্রচারণায় জাপার ইউপি চেয়ারম্যানদের অংশ নেওয়ার বিষয়ে গতকাল সকালে নারায়ণগঞ্জের বন্দরে গণসংযোগকালে আইভী বলেন, তৈমুর গডফাদার শামীম ওসমানের প্রার্থী। আইভীর ওই বক্তব্যের জবাবে তৈমুর বলেন, তিনি শামীম ওসমানের পায়ে হাঁটেন না। নিজের জনশক্তি নিয়ে নিজের পায়ে হাঁটেন।এসব নিয়ে তৈমুরের প্রধান নির্বাচনী এজেন্ট এ টি এম কামাল বলেন, আইভী যেভাবে তৈমুর আলমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। আচরণবিধিতে স্পষ্ট উল্লেখ করা আছে, কোনো প্রার্থীকে নিয়ে ব্যক্তিগতভাবে বা চরিত্র হনন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না। আইভী এটা লঙ্ঘন করেছেন। নির্বাচন কমিশনের উচিত, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তিনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেবেন।এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান প্রথম আলোকে বলেন, আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ কেউ দেননি।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version