লালমনিরহাটের আদিতমারীতে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেছে ৬৩৫ বোতল ফেনসিডিল। আজ মঙ্গলবার সকালে আদিতমারীর বুড়িরবাজার-ভেলাবাড়ি আঞ্চলিক পাকা সড়কে একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ফেনসিডিলের বোতলগুলো জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

ফেনসিডিলের বোতল বহন করার অভিযোগে অ্যাম্বুলেন্সের চালক কুমিল্লার দাউদকান্দি উপজেলার মনগড় গ্রামের আবদুর রাজ্জাক (৪০) ও চালকের সহকারী উপজেলার আমিরাবাদ গ্রামের  লিটনকে (৩৫) আটক করা হয়েছে।

আদিতমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক  বলেন, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বুড়িরবাজার-ভেলাবাড়ি সড়কে কুমিল্লা থেকে আসা একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায়। এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী পাওয়া যায়নি। তবে অ্যাম্বুলেন্সে রোগীর জন্য নির্ধারিত বেডের নিচে ছয়টি ট্রাভেল ব্যাগের মধ্য থেকে ৬৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। ফেনসিডিলের বোতলগুলো আদিতমারী থানা-পুলিশের হেফাজতে রয়েছে।

আদিতমারী থানার পরিদর্শক মোজাম্মেল হক আরও বলেন, ফেনসিডিল জব্দ করার ঘটনায় আদিতমারী থানার এসআই জয়নাল আবেদীন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আটক দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল বুধবার সকালে তাঁদের লালমনিরহাটে আদালতে সোপর্দ করা হবে।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version