আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয় খোলার প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে অনেক অপশক্তিও প্রস্তুতি নিচ্ছে বলে মনে করেন । তিনি আর বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যাচ্ছে । তবে শিগগিরই বিশ্ববিদ্যালয় খুলবে । আর অনেক অপশক্তিও প্রস্তুতি নিচ্ছে । তবে অস্থিরতা সৃষ্টি হতে পারে । এই শক্তি বিশৃঙ্খলা তৈরি করবে বিশ্ববিদ্যালয়কে ঘিরে । ওবায়দুল কাদের আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেরা নিজেদের শত্রু হবেন না অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রস্তুতির বিরুদ্ধে ছাত্রলীগকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন । তিনি দেখতে চান না ছাত্রলীগকে খারাপ খবরের শিরোনাম হিসেবে । তিনি আর বলেন, অপশক্তি গোষ্ঠী অস্থিতিশীলতার প্রস্তুতি নিচ্ছে । তবে এ অবস্থায় ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তরুণদের সতর্ক হতে হবে। সামনের দিনে আরও কঠিন চ্যালেঞ্জ আছে দেশে এখনো ষড়যন্ত্রের রাজনীতি চলমান রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন । তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে ক্ষমতার পরিবর্তনের পর এখানে যারা উল্লসিত, তাদের কী মতলব ও উদ্দেশ্য, তা বুঝতে হবে।

তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলামকে এত প্রশ্ন করি, তিনি জবাব দেন না । তবে বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাকের প্রধান সেনাপতি কে ছিল ? তবে বঙ্গবন্ধুর খুনিদের কে বিদেশে পাঠিয়েছিল, কে খুনিদের বিদেশে চাকরি দিয়েছিল, পুরস্কৃত করেছিল । তবে উত্তর দিতে পারবেন না। আর এ জন্য আগস্ট মাস এলে তাদের গাত্র জ্বালা করে।’

দেখতে দেখতে এক যুগ চলে গেল বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন । তবে এই বছর না ওই বছর । তবে আন্দোলন হবে কোন বছর?’ চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ থাকলে তিনি সে ছবি দেখতে চান চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই চ্যালেঞ্জ করে তিনি বলেন।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version