DTE Question Solution? কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রশ্ন

কারিগরি শিক্ষা অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF Download

২০ আগস্ট ২০২১ শুক্রবারে অনুষ্ঠিত কারিগরি শিক্ষা অধিদপ্তর এর ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাশ সরকার ও অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধানের pdf ফাইল ডাউনলোড করুন

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ apply,
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি জুন ২০২১,
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2020,
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রশ্ন,
বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,
বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,

বিগত সালের সরকারি চাকরির প্রশ্ন pdf, ২০২১ সালের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf, ২০২০ সালের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf, ৪২ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান, ২০১৯ সালের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf, বিগত সালের বিসিএস প্রশ্ন pdf, লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf, সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf

কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহের স্থায়ী বা অস্থায়ী রাজস্বখাতের শূন্যপদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে উল্লিখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা অনুযায়ী প্রকৃত বাংলাদেশী প্রার্থীদের টেলিটক অনলাইনে/ডাকযোগে দরখাস্ত আহবান করা হল।

চাকরির ধরন: সরকারি চাকরি
জেলা: সকল জেলা
প্রতিষ্ঠান: কারিগরি শিক্ষা অধিদপ্তর
ওয়েবসাইট: techedu.gov.bd
বয়স: ১৮-৩০ বছর

কারিগরি শিক্ষা অধিদপ্তর, ক্যাশ সরকার , মেসেঞ্জার পিয়ন, অফিস সহায়ক, প্রশ্ন সমাধান, Exam Date: 20-08-2021


১. জনি ও তার জমজ দুই বোনের বয়সের সমষ্টি ২৩ বছর। জমজ বোনদের প্রত্যেকের বয়স ৬ বছর হলে জনির বয়স কত?
উঃ ১১
২. ০.১% কে দশমিক প্রকাশ করুন।
উঃ ০.০০১
৩. a + b = 6, a – b = 4 হলে ab এর মান কত?
উঃ 5
৪. x + 2y = 8, 2x + y = 7 সমীকরণের সমাধান কোনটি?
উঃ 2, 3
৫. ১৫.৬ এর ৮% কত?
উঃ ১.২৪৮
৬. ময়ূর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদেরে মোট পায়ের সংখ্যা ২০০। কয়টি ময়ূর আছে।
উঃ ৬০
৭. এক-দশমাংশ, এক-শতাংশ এবং এক-সহস্রাংশ এর গড় হবে—
উঃ ০.০৩৭
৮. ১ + ৫ + ৯ + …………………………….+ ১৬১ = কত ?
উঃ ৩৩২১
৯. (৭ + ক) × ৩ = ৩০ হলে ‘ক’ এর মান কত?
উঃ ৩
১০. বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
উঃ ৯ গুণ
১১. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ হলে, পিতার বয়স কত?
উঃ ৬০ বছর
১২. যদি x4 – 2×2 + 1 = 0 হয়, তবে x এর মান কত?
উঃ 1
১৩. ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপান ৭ : ৩ । ঐ মিশ্রণে কী পরিমাণ পাকি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
উঃ ৪০ লিটার
১৪. ১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
উঃ ৮টি
১৫. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
উঃ ৪৩
১৬. কোন বানানটি শুদ্ধ?
উঃ গৃহিণী
১৭. বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৮০ সালে রংপুর জেলায়
১৮. ‘রাবনের চিতা’ বাগধারাটির অর্থ কি?
উঃ চির অশান্তি
১৯. ‘কর্মে যার ক্লান্তি নাই’ – এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
উঃ অক্লান্তকর্মী
২০. কোনটি উভয়লিঙ্গ বাচক শব্দ?
উঃ মানুষ
২১. ‘সংশয়’ বিপরীতার্থক শব্দ কোনটি?
উঃ প্রত্যয়
২২. ‘দেশের জন্য সেবা কর’ – ‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি?
উঃ সম্প্রদানে ষষ্ঠী
২৩. বহুব্রীহি সমাস কয় প্রকার?
উঃ আট প্রকার
২৪. ‘নীল লোহিত’ কার ছদ্মনাম?
উঃ সুনীল গঙ্গোপাধ্যায়
২৫. কোন দুটি রচনা একই শ্রেণির?
উঃ গীতাঞ্জলি ও অগ্নিবীণা
২৬. ‘যা ভাষায় প্রকাশ করা যায় না’ তাকে এক কথায় বলে—
উঃ অনির্বচনীয়
২৭. ‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ হলো–
উঃ পারত্রিক
২৮. ‘দুইয়ের মধ্যে একটি’ এর এক কথায় প্রকাশ কি হবে?
উঃ অন্যতর
২৯. ‘ভবিষ্যতের বাঙালি’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ এস ওয়াজেদ আলি
৩০. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’ এক কথায় কি হবে?
উঃ অবীরা
৩১. ‘পাণিনি’ ছিলেন —?
উঃ ব্যাকরণবিদ
৩২. ‘শরতের শিশির’ বাগধারার অর্থ কি?
উঃ সুসময়ের বন্ধু
৩৩. ‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কি?
উঃ সহজলভ্য
৩৪. ‘স্বাধীনতা তুমি’ কবিতার রচয়িতা কে?
উঃ শামসুর রাহমান
৩৫. ‘তিমির হননের কবি’ উপাধিটি কার?
উঃ জীবনানন্দ দাশ
৩৬. Choose the corret sentence.
উঃ The train is runing on time
৩৭. The word ‘precedence’ means-
উঃ priority
৩৮. If I……rich, I would travel around the world, www.prebd.com
উঃ were
৩৯. You said to me, ‘you are right’. Indirect form is-
উঃ You told me that I was right.
৪০. Verb of the word ‘false’ is-
উঃ falsify
৪১. the correct translation of ‘সে অংকে কাঁচা’ is-
উঃ He is weak in mathematics.
৪২. He leads…. most unhappy life.
উঃ the
৪৩. ‘Do or die’ is-
উঃ compound sentence
৪৪. ‘Would you mind’….?
উঃ opening the door.
৪৫. Which pair is the similar meaning of ‘Distor : Twist’?
উঃ Harmonize : Balance
৪৬. The passive form of ‘He pleases us’-
উঃ We are pleased with him.
৪৭. find out the plural form of ‘Oasis’.
উঃ Oases
৪৮. আমার যদি পাখির মতো ডানা থাকতো! এর ইংরেজি কী?
উঃ Had I the wings of bird!
৪৯. The synonym of ‘shun’ is
উঃ avoid
৫০. Which one is correct?
উঃ I was a candidate for the post.
৫১. I am looking forward……you.
উঃ to seeing
৫২. At least one of the students….full marks every time.
উঃ gets
৫৩. What does the idiom ‘tooth and nail’ mean?
উঃ with utmost effort
৫৪. What is the comparative form of ‘Alam is the best boy in the class’?
উঃ Alam is the better than any other boy in the class
৫৫. What is the single word for ‘A hater of mankid’-
উঃ Misanthropist
৫৬. ২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে-
উঃ কাতার
৫৭. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল-
উঃ ২০১৬ – ২০৩০
৫৮. মুজিববর্ষ উদযাপন কাল হলো-
উঃ ১৭ মার্চ ২০২০ – ১৬ ডিসেম্বর ২০২১
৫৯. কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না?
উঃ চীন
৬০. বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?
উঃ চীন
৬১. অপারেশন সার্চলাইট যে সালে সংঘটিত হয়-
উঃ ১৯৭১
৬২. নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনও স্থান পায়নি?
উঃ মহাস্থানগড়
৬৩. বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ-
উঃ মহেশখালী
৬৪. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উঃ ৬.১৫ কি.মি ও ১৮.১০ মি.
৬৫. ‘Line of control’ যে দুটি দেশের সীমান্তে অবস্থিত-
উঃ ভারত – পাকিস্তান
৬৬. ‘স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত?
উঃ নাগাসাকি
৬৭. বর্তমানে বিশ্বে শাস্তির সংবিধান বলা হয় কোন সংবিধানকে?
উঃ জাপান
৬৮. বিখ্যাত চিত্রকর্ম ‘ম্যাডোনা ৪৩’ এর চিত্রকর কে?
উঃ জয়নুল আবেদীন
৬৯. ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশের অর্ন্তগত?
উঃ তুরস্ক
৭০. কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয়?
উঃ জার্মানি

239462881-2857415681177598-6890807177605307268-n
239526831-382108213284884-4121899401981761980-n

238387048-367968918314074-3146551419547574743-n

238560775-367968998314066-4991453622144354069-n

Leave a Comment