খুব বেশি কিছু করার প্রয়োজন নেই ভালো কিছু করা বা সফল হওয়ার জন্য । তবে বিষয় নিজের ভেতর আয়ত্ত করতে পারলে সফলতা অনেকটাই হাতে ধরা দেবে । আর সে কাজগুলো করতে হবে মন দিয়ে, ভালোবেসে।
১. নিজের মূল্যবোধ তৈরি করুন : জীবনেই স্বপ্ন থাকে ভালো কিছু করার আমাদের সবার । আর তাই নিজের স্বপ্ন আর সম্পর্ক নিয়ে ছেলেখেলা না করাই ভালো । আর তাই বর্তমানে যে অবস্থানে আছে তা নিয়ে খুশি থাকুন আর ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করুন এবং সময় দিন ।
২ .নিজেকে নিজে প্রশ্ন করুন : তবে নিজের থেকে বেশি নয় অন্যের মতামতকে গুরুত্ব দিন । তবে জীবনে কোনটা ঠিক, কোনটা বেঠিক, সেটা অন্য কেউ বলে দেওয়ার আগে নিজেই যাচাই করুন । আর এর কারণে আপনার মনের থেকে ভালো উত্তর আর কেউ দিতে পারবে না। তাই নিজে নিজের কাছে সৎ থাকুন । আর যদি মনে হয় যা করেছেন ঠিক করেছেন, তাহলে পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না।
৩. কাজের প্রতি ভালোবাসা রাখুন : তবে ভালোবেসে অনেক কিছু জয় করা সম্ভব । আর তাই যে কাজই করবেন সেটা ভালোবেসে করুন । তবে করতে হয়, তাই করছি এভাবে কোনো কাজ না করাই ভালো । আর করলেও তার স্থায়িত্ব বেশিদিন হয় না । তবে কাজের প্রতি যতশীল হোন।
৪. অর্থ নিয়ে ভাবনা নয় : তবে খুব বেশি টাকার পেছনে না দৌড়ে কাজটিকে ভালোবাসুন। টাকা এমনিতেই আসবে।