রাজধানীতে আজ শনিবার দুপুর পর্যন্ত বার কয়েক রোদের মুখ দেখা গেছে। কিছুক্ষণ দেখা দিয়ে রোদ আবার লুকিয়েছে মেঘের ভিড়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন জায়গায় এই অবস্থা আজ দিনভর থাকবে। আরও অন্তত দুই দিন এই মেঘলা পরিস্থিতি থাকবে।পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া আজ বলেন, এ রকম মেঘলা আবহাওয়া খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে না। আগামী দুই দিন এমন মেঘলা পরিস্থিতি থাকতে পারে। তবে একটানা হয়তো এমন থাকবে না। মাঝেমধ্যে সূর্যের মুখ দেখা যাবে। তবে রোদ ঝলমলে পরিবেশ পেতে আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।আবদুল হামিদ আরও বলেন, দেশে কোথাও শৈত্যপ্রবাহ এখন নেই। এ মাসের শেষে দেখা দিতে পারে। তখন শীতও বাড়বে।গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ কক্সবাজারে ও খেপুপাড়ায় ২৭ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, সারা দেশে আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।