১৮+ করোনা টিকা রেজিষ্ট্রেশন করবেন যেভাবে?

ব্রেকিং_নিউজ

যে সকল ১৮+ টিকা রেজিষ্ট্রেশন করেন নি, তারা টিকা গ্রহনের জন্য “সুরক্ষা” এ্যাপস/ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন।
✅ যেভাবে রেজিষ্ট্রেশন করবেনঃ
👉 উক্ত ওয়েবসাইটে (https://surokkha.gov.bd/enroll) প্রবেশ করুন।
👉 শ্রেণি নির্বাচন করুন (১৮ বছর বা তদূর্দ্ধ ছাত্র-ছাত্রী)
👉 জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, বক্সে প্রদর্শিত লিখাটি সঠিকভাবে লিখে “যাচাই করুন” অপশনে ক্লিক করুন।
👉 এরপর মোবাইল নং, বর্তমান ঠিকানা, যে কেন্দ্র থেকে টিকা নিতে চান সিলেক্ট করে “সংরক্ষণ করুন” এ ক্লিক করবেন।
👉 পরবর্তী ধাপে আপনার প্রদত্ত মোবাইল নং এ একটি ওটিপি যাবে,ওইটা দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।
➡️ নিবন্ধন সম্পন্ন করার পর আপনার ফোন কিছুদিনের মধ্যে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে কখন,কোন সময়ে আপনার নিবন্ধিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহন করবেন।

Leave a Comment