১৮ ইউপিতে নৌকা প্রতীক পেতে চান ১৩০ প্রার্থী

১৮ ইউপিতে নৌকা প্রতীক পেতে চান ১৩০ প্রার্থী১৮ ইউপিতে নৌকা প্রতীক পেতে চান ১৩০ প্রার্থী

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রংপুরের দুটি উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে পীরগাছা উপজেলার ৮টি ও পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন রয়েছে। এসব ইউপিতে নৌকা প্রতীক পেতে আবেদন করেছেন ১৩০ প্রার্থী। গতকাল শরিবার (২ অক্টোবর) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব আবেদনপত্র জমা দেন প্রার্থীরা।

দলীয় সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে নির্বাচনের জন্য তফসিল ঘোষিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছেন পারুল ইউনিয়নে ০৩, ইটাকুমারীতে ০৪, অন্নদানগরে ০৩, ছাওলায় ০৬, তাম্বুলপুরে ০৮, পীরগাছা সদরে ০১, কৈকুড়ীতে ০৪ ও কান্দি ইউনিয়নের ০৪জন।

অপরদিকে পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। এসব ইউপিতে দলীয় মনোনয়ন পেতে ৯৭ জন আবেদন করেছেন।

এর মধ্যে চৈত্রকোলে ১৬ জন, ভেন্ডাবাড়ীতে ১৬, বড়দরগাহ ০৭, কু‌মেদপুরে ১০, মদনখালীতে ০৬, টুকু‌রিয়াতে ০৬, শা‌নেরহাটে ০৮, পাঁচগাছীতে ১১, চতরায় ১১ ও কাবিলপুরে ০৫ জন রয়েছেন। আবেদনকারীরা নিজেদের আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা বলে আবেদনে উল্লেখ করেছেন।

এর আগে গত বুধবার নির্বাচন কমিশন (ইসি) সভা শেষে রংপুরের দুই উপজেলার ১৮টি ইউনিয়নসহ দেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর।

আপিল নিষ্পত্তি শুনানি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ২৭ অক্টোবর। ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *