বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সরকারি ও বেসরকারি উৎস থেকে বাড়তি দামে বিদ্যুৎ কেনে । তবে গত ১১ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১০ বার । আর এতে পাইকারি বিদ্যুতের দাম ১১৮ শতাংশ বাড়ানো হয়েছে । তবে খুচরা পর্যায়ে দাম বেড়েছে প্রায় ৯০ শতাংশ । তবে বাকি ঘাটতি মেটাতে প্রতিবছর ৭ থেকে ৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে ।
তবে আজ সোমবার ‘জ্বালানি রূপান্তরে ভোক্তা অধিকার সুরক্ষা: বিদ্যুৎ খাত’ শিরোনামে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন (ক্যাব)-ভোক্তাকণ্ঠ আয়োজিত ওয়েবিনারের মূল নিবন্ধে এসব কথা বলা হয় । আর বেলা এগারোটা থেকে দেড়টা পর্যন্ত চলে আলোচনা । আর এতে বলা হয়, ফ্রিকোয়েন্সি ও ভোল্টেজের ওঠা-নামা, ঘন ঘন এবং অপ্রত্যাশিত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মানসম্মত বিদ্যুৎ পাচ্ছেন না ভোক্তারা। তবে দামের দিক থেকেও দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা। বাড়তি দামে বিদ্যুৎ কিনছেন । আর তাঁদের করের টাকা থেকে বিদ্যুৎ খাতে ভর্তুকি দিচ্ছে সরকার ।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) অন্যায্য মূল্যবৃদ্ধির প্রতিকার পাচ্ছেন না ভোক্তারা ক্যাবের নিবন্ধে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা । তবে ভুতুড়ে বিলসহ অন্যান্য গ্রাহক হয়রানিরও প্রতিকার নেই কমিশনে । আর বাড়তি দামে নিম্নমানের সেবা পাচ্ছেন বিদ্যুৎ গ্রাহকেরা । আর এতে আরও বলা হয়, নিয়ম অনুযায়ী গণশুনানি করেই প্রতিবার মূল্য নির্ধারণ করা হয়েছে । তবে গণশুনানিতে বিদ্যুতের দাম বাড়ানোর বদলে উল্টো কমানোর পথ বাতলে দেওয়া হয় ভোক্তাদের পক্ষ থেকে । সেসব পরামর্শ বরাবরের মতো উপেক্ষিত থেকেছে । তবে কমিশনে অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে ভোক্তারা উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন । আর সেখানে দায়ের করা মামলার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে ।
ওয়েবিনারে ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন সংকটাপন্ন বিদ্যুৎ খাতের উত্তরণ ঘটেছে গত এক দশকে । তবে বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসনের অভাব ব্যাপক । আর এ খাতে দুর্নীতি, অনিয়ম, অপচয় দূর করে সুশাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সম্মিলিতভাবে সোচ্চার থাকতে হবে । তবে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, সঠিক দাম ও মানে বিদ্যুৎ বা জ্বালানি পাওয়া ভোক্তার অধিকার । আর একই সঙ্গে পরিবেশ রক্ষার দিকটিও সংবিধান নিশ্চিত করেছে । তবে কমিশনের দায়িত্ব ছিল, ভোক্তা অধিকার রক্ষা করা । আর দুর্নীতির জন্য প্রকৃত দামের চেয়ে দুই থেকে আড়াই গুণ দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে ভোক্তাদের । তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, দুর্নীতি, অপচয়, অদক্ষতা রাষ্ট্র দূরে করতে পারছে না । বিদ্যুৎ-জ্বালানি খাতে সরকার ইনডেমনিটি আইন করে রেখেছে । আর এ আইন থাকা উচিত নয় ।
আর ভোক্তাকণ্ঠ সম্পাদক কাজী আবদুল হান্নান ও ক্যাব সংগঠক সৈয়দ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মঞ্জুরুল আহসান । তবে লিখিত নিবন্ধে বলা হয়, পিডিবি ভেঙে দুটি কোম্পানি হওয়ায় জনবল বাবদ ব্যয় বেড়েছে । আর যে তথ্য-উপাত্ত দেয়, তাতে এই ব্যয়ের বিষয়গুলো দেখায় । তবে অনিয়মের অনেক খবর আড়ালে থেকে যাচ্ছে।নিবন্ধে বলা হয়, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম কত হবে, তার সিংহভাগ নির্ভর করে পিডিবি কত দামে বিদ্যুৎ কিনছে, তার ওপর । বিদ্যুতের অবকাঠামো নির্মাণ ও সংশ্লিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কমিশনের কোনো প্রত্যক্ষ প্রভাব নেই ।
তবে এতে আরও বলা হয়, বিদ্যুৎ খাতের সব আর্থিক ঘাটতি পিডিবিতে কেন্দ্রীভূত করা হচ্ছে । তবে পিডিবি সব উৎস থেকে বিদ্যুৎ কিনে বিতরণ কোম্পানিগুলোর কাছে পৌঁছে দেয় । আর কোম্পানি আইনে পরিচালিত সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোকে লাভ দিয়ে পিডিবিতে সব ঘাটতি কেন্দ্রীভূত করা হচ্ছে । তবে এই লাভের আগে দুর্নীতি, অদক্ষতা ইত্যাদি বাবদ যে অতিরিক্ত ব্যয় হয়, তা–ও দিতে হয় । ধীরে ধীরে পিডিবির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কমানো হচ্ছে । আর বিপরীতে বেসরকারি কোম্পানি ও তথাকথিত রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো হচ্ছে ।