হৃদপিন্ডের আবরণের কথা

By Dipa Sikder Jyoti Aug 24, 2021

মানব হৃদপিণ্ডের পর্দা রয়েছে।সেই পর্দা বা আবরণের নাম হলো পেরিকার্ডিয়াম।এর পেরিকার্ডিয়ামের রয়েছে আলাদা রক্তসংবহন,ভেনাস ড্রেইনেজ এবং নার্ভ সাপ্লাই।

★রক্ত সংবহনঃ
পেরিকার্ডিয়ামের তিনিটি লেয়ার থাকে।ভিসেরাল,প্যারাইটাল এবং ফাইব্রাস।প্যারাইটাল ও ফাইব্রাস লেয়ারকে রক্ত সংবহন দেয় ইন্টার্নাল থোরাসিক আর্টারি এবং নিম্নগামী থোরাসিক এওর্টার শাখা।
আর ভিসেরাল লেয়ারকে সংবহন দেয় করোনারি আর্টারি।

★ভেনাস ড্রেইনেজঃ
পেরিকার্ডিয়ামের প্যারাইটাল এবং ফাইব্রাস লেয়ার ড্রেইন করে এজাইগাস ভেইন এবং ইন্টার্নাল থোরাসিক ভেইনে।
আর ভিসেরাল লেয়ার করে করোনারি সাইনাসে।

★স্নায়ু সংবহনঃ
ফাইব্রাস এবং প্যারাইটাল লেয়ারকে দেয় ফ্রেনিক নার্ভ।
আর ভিসেরাল লেয়ারকে দেয় ভ্যাগাস নার্ভ ও সিমপ্যাথেটিক নার্ভ।অবশ্য এরা করোনারি প্লেক্সাস এর মাধ্যমে দেয়।

©দীপা সিকদার জ্যোতি

By Dipa Sikder Jyoti

আমি দীপা সিকদার জ্যোতি।লেখাপড়ার পাশাপাশি রংপুর ডেইলীতে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে কাজ করছি।সকলের আশীর্বাদ একান্ত কাম্য।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *