হৃদপিণ্ডের সেরাস পেরিকার্ডিয়াম

By Dipa Sikder Jyoti Aug 27, 2021

আমাদের হৃদপিণ্ডের আবরণ পেরিকার্ডিয়াম।এর দুইটি লেয়ার-
১.সেরাস
২.প্যারাইটাল
সেরাস লেয়ারের মধ্যে কিছু স্ট্রাকচার থাকে।যেমন-
*ট্রান্সভার্স সাইনাস
*অবলিক সাইনাস

ট্রান্সভার্স সাইনাসের চারপাশে যা থাকেঃ
*সামনে- উর্ধ্বগামী মহাধমনী
*পিছনে- বাম অলিন্দের উপরের মার্জিন
*উপরে-পালমোনারি ট্রাংক এর বিভক্তি
*নিচে- বাম অলিন্দের উপরের সার্ফেস

অবলিক সাইনাসের চারপাশে যা থাকেঃ
*সামনে- বাম অলিন্দ
*পিছনে- প্যারাইটাল লেয়ার
*ডানে- পালমোনারি ভেইন
*বামে- পালমোনারি ভেইন
*উপরে- বাম অলিন্দের উপরের মার্জিন

©দীপা সিকদার জ্যোতি

By Dipa Sikder Jyoti

আমি দীপা সিকদার জ্যোতি।লেখাপড়ার পাশাপাশি রংপুর ডেইলীতে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে কাজ করছি।সকলের আশীর্বাদ একান্ত কাম্য।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *