হায়াতের যবনিকা

হাঁটবে গোধূলীর শেষে,
যখন সন্ধ্যা নামে?
পিচঢালা রাস্তায় পাশাপাশি দু’জনে
সমান তালে হাঁটবো পায়ে পা মিলিয়ে।

ভিজবে গ্রীষ্মের শেষে,
যখন বৃষ্টি নামে?
দোলনার কিনারায় পাশাপাশি দু’জনে
মৌনতা ছাপিয়ে ভিজবো বকুলের সৌরভে।

দেখবে অভিমান শেষে,
যখন প্রিয়ন্তি হাসে?
স্নিগ্ধ নয়নে অপলকে তাকিয়ে
সব দুখ হারাবে মুগ্ধতার আড়ালে।

ছুঁইবে জ্বর শেষে,
যখন কপাল ভিজে?
উৎকণ্ঠা তুমি চিন্তার আবেশে
রাখবে কপালে হাত পরম যতনে।

সুধাবে কথা শেষে,
যখন ভাষা হারাবে?
অলীক ভাবনার চিন্তন চিত্রে
মন খারাপ মুছে দিও সুখের তুলিতে।

থাকবে মোর পাশে
আয়ু ফুরাবার ক্ষণে?
ধরে থেকো বাহুদ্বয় হায়াতের যবনিকায়
দূরে সরে দিও না প্লিজ কপট অবহেলায়।


লেখা: মেহেজাবীন শারমিন প্রিয়া।

Leave a Comment