হঠাৎ সৌদি আরবে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরব সফরে গেছেন। মধ্যপ্রাচ্যের দেশটিতে এটিই তাঁর প্রথম সফর। আজ শুক্রবার টুইটারে নিজের অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন জেলেনস্কি নিজেই।

সৌদি আরবের জেদ্দায় চলছে আরব লিগের সম্মেলন। এরই মধ্যে দেশটিতে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। টুইটারে তিনি লিখেছেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে প্রথমবারের মতো সৌদি আরব সফর শুরু করলাম। আরব বিশ্বের সঙ্গে ইউক্রেনের সম্পর্কও এগিয়ে নিতে চাইছি।’

সৌদি আরবে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান, তা-ও টুইটারে উল্লেখ করেছেন জেলেনস্কি। এর মধ্যে রয়েছে, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াসহ ইউক্রেনের অন্য অঞ্চলগুলোয় আটক রাজনৈতিক বন্দীদের মুক্ত করা, ইউক্রেনের নাগরিকদের দেশে ফিরিয়ে আনা, যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা এবং জ্বালানিসংক্রান্ত পারস্পরিক সহযোগিতার মতো বিষয়গুলো।

 

জেলেনস্কি বলেন, ‘সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পারস্পরিক সহযোগিতার জায়গাকে নতুন একটি মাত্রায় নিয়ে যেতে আমরা প্রস্তুত আছি।’

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *