স্নায়ুতন্ত্রের সংবেদী অংশসমূহ

মানুষের মস্তিষ্ককে কম্পিউটার এর সাথে তুলনা করা হয়।এইযে মস্তিষ্কের এত নিঁখুত সব কাজ,এর মূলে রয়েছে আমাদের স্নায়ুতন্ত্র।
আমাদের স্নায়ুতন্ত্রের দুইটি অংশঃ
*চেষ্টীয়
*সংবেদী

মস্তিষ্কের সংবেদী অংশে আবার আরও কিছু বিশেষ অংশ রয়েছে।যেমনঃ
*রিসেপ্টর
এগুলো মূলত সংবেদী রিসেপ্টর।এরা বিভিন্ন অনুভূতি গ্রহণ করে।
*সংবেদী স্নায়ু
এদেরকে এফারেন্ট স্নায়ুও বলা হয়।
*স্পাইনাল কর্ডের সংবেদী অংশ।
*রেটিকুলার সাবস্টান্স
এখানে রয়েছে-
-মেডুলা
-পনস
-মধ্যমস্তিষ্ক
এদের রেটিকুলার বস্তু
*থ্যালামাস
যা রিলে স্টেশন হিসাবে কাজ করে।
*সেরেবেলাম
*সেরেব্রাল কর্টেক্সের সংবেদী অংশ

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment