সুষ্ঠু নির্বাচন না হলে দেশ শ্রীলঙ্কার মতো হবে: জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, কারচুপি ছেড়ে সুষ্ঠু নির্বাচনের পথে আসুন। নয়তো দেশ শ্রীলঙ্কার মতো হবে। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোট আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান বাংলাদেশের অবস্থা খুব খারাপ। শান্তির দ্বীপ ও শিক্ষিত মানুষের দেশ শ্রীলঙ্কার কী অবস্থা হয়েছে। সেখানে আগুন জ্বলছে, গণহারে দারিদ্র্য বাড়ছে। বাংলাদেশে সেদিকে যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

এ সময় গান গাওয়াকে কেন্দ্র করে সুফিবাদী গায়ক সৈয়দ গোলাম মইনুদ্দিন টিপুকে থানায় ডেকে মারধর ও গ্রেপ্তারের নিন্দা জানান জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ইসলাম গুন্ডামিকে সমর্থন করে না।

বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোট এবং পীর মাশায়েখ ঐক্য পরিষদের সমন্বয়ক, শাহ সুফি শামসুল আলম চিশতীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোটের সমন্বয়ক হানিফ নূরী, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান প্রমুখ।

Leave a Comment