‘সুগার ড্যাডি’ জাতীয় অ্যাপ নিষিদ্ধ করছে গুগল

নিজেদের প্লাটফর্ম থেকে যৌনতাকেন্দ্রিক কনটেন্ট সরাবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এরই অংশ হিসেবে গুগল প্লে-স্টোর থেকে ‘সুগার ড্যাডি’ সংক্রান্ত অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ১ সেপ্টেম্বর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে গুগল।

‘সুগার ড্যাডি’ বলতে এমন সম্পদশালী বয়স্ক ব্যক্তিকে বোঝানো হয়, যিনি যৌন সম্পর্কের বিনিময়ে কোনো তরুণীকে আর্থিক সুবিধা দিয়ে থাকেন। আর এ ধরনের সম্পর্ক তৈরির প্লাটফর্ম হিসেবে কাজ করে এমন অ্যাপগুলো ‘সুগার ড্যাডি অ্যাপ’ নামে পরিচিত।

গুগলে ‘সুগার ড্যাডি’ শ্রেণির অ্যাপের মধ্যে রয়েছে- ‘মিলিয়নেয়ার সিঙ্গেলস’, ‘সিকিং অ্যারেঞ্জমেন্ট’ ও ‘স্পয়েল’। এছাড়া কিছু কিছু অ্যাপের নামে সরাসরি ‘সুগার ড্যাডি’ রয়েছে।

‘স্পয়েল’ অ্যাপের পরিচিতিতে বলা হয়েছে, এখানে আপনি গোপন সমঝোতায় আসতে চায় এমন সম্পদশালী ‘সুগার ড্যাডি’ খুঁজে পাবেন।

গুগলের একজন মুখপাত্র বলেন, আমরা সবসময় আমাদের ডেভেলপার ও অংশীদারদের সমর্থন করে যেতে চাই। একই সঙ্গে আমাদের প্লাটফর্ম যেনো ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ অভিজ্ঞতা দেয় সেদিকেও লক্ষ্য রাখতে চাই। আমরা বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের থেকে নেওয়া প্রতিক্রিয়া থেকেই এই ধরনের অ্যাপের বিষয় সিদ্ধান্ত নিয়েছি।

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *