লাইট রিফ্লেক্স এর বৃত্তান্ত

আমাদের শরীরের সাথে জড়িত অনেক বিষ্ময়কর ঘটনা আছে।সেরকমই একটি হলো লাইট রিফ্লেক্স।আমাদের যেকোনো এক চোখে আলো পড়লে সে চোখের পিউপিল তো সংকুচিত হয়ই,সাথে সাথে যে চোখে আলো পড়েনি সে চোখের পিউপিলও সংকুচিত হয়।এটি দুই ধরনের হয়-
১.ডিরেক্ট লাইট রিফ্লেক্স
২.কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স

এর লাইট রিফ্লেক্স এর পথে আলো যে যে পথ দিয়ে যায় সেগুলো হলো-
*চোখের রিফ্রাক্টিভ মিডিয়া
*রেটিনা
*কোন রিসেপ্টর
*বাইপোলার সেল
*গ্যাংলিয়ন সেল
*অপটিক নার্ভ
*অপটিক কায়াজমা
*অপটিক ট্রাক্ট
*প্রিটেক্টাল নিউক্লিয়াস
*এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস
*অকুলোমোটর নার্ভ
*সিলিয়ারি গ্যাংলিয়ন
*শর্ট সিলিয়ারি নার্ভ

সবশেষে আলো চোখের আইরিশে পৌঁছায়।তখন এর পেশি সংকুচিত হয়।এতে করে পিউপিলও সংকুচিত হয়।

@দীপা সিকদার জ্যোতি

Leave a Comment