লঞ্চে অগ্নিকাণ্ড: ৩৭ মরদেহ বরগুনা হাসপাতালে

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৩৭ যাত্রীর মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে পৌঁছেছে।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মরদেহগুলো ঝালকাঠি থেকে বরগুনায় পৌঁছায়।

জেলা প্রশাসন মরদেহগুলো গ্রহণের সময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, ‘মরদেহগুলো রাতে বরগুনা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সকাল ১০টা পর্যন্ত মরদেহ শনাক্তকরণের জন্য রাখা হবে। যে মরদেহগুলো শনাক্ত করা যাবে না, সেগুলো সরকারি নিয়ম অনুসারে দাফন করা হবে।’

জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, হাসপাতাল থেকে মরদেহ শনাক্ত করার জন্য স্বজনদের অনুরোধ জানানো হয়েছে।

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনায় কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানিয়েন জেলা প্রশাসক। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭১৬৭০০২৭০ এবং ফোন নম্বর ০২৪৭৮৮৮৬২৪৮

Leave a Comment