লকডাউন আশীর্বাদ হয়ে এসেছে মিরপুর চিড়িয়াখানায়

ঢাকার মিরপুর চিড়িয়াখানায় লকডাউন এর মাঝেই জন্ম নিয়েছে ৩০টি প্রাণী।গতবছর লকডাউন এ ১২০ টি প্রাণীর জন্ম হয়েছিলো।এইবার জলহস্তী,আফ্রিকান ঘোড়া,জেব্রা, ইমু পাখি, ময়ুর এর ঘরে এসেছে নতুন সদস্য।

চিড়িয়াখানার কতৃপক্ষ জানিয়েছে,লকডাউন পরিস্থিতিতে লোকসমাগম কম বলে তাদের প্রজনন ভালোভাবেই হচ্ছে। লকডাউন এক রকম আশীর্বাদ হয়ে এসেছে বলে জানান কতৃপক্ষ।আরো জানান,অন্যান্য কয়েকদেশের চিড়িয়াখানায় পশু করোনায় সংক্রমিত হলেও মিরপুর চিড়িয়াখানা এখন সংক্রমণমুক্ত রয়েছে।

চিড়িয়াখানায় বর্তমানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করা হয়েছে এবং চিড়িয়াখানার পরিচর্যাকারীদের স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।





Leave a Comment