রানে থামল দ. আফ্রিকা, তাইজুলের শিকার

প্রথম দিনে ৩ উইকেট, দ্বিতীয় দিনেও ৩। পোর্ট এলিজাবেথ টেস্টে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৪৫৩ রানে থামালেন তাইজুল ইসলাম। একাদশে ফিরেই দশম বারের মতো ফাইফার পেলেন টাইগার স্পিনার।৫ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল প্রোটিয়ারা। দিনের শুরুতে নিজের তৃতীয় শিকার হিসেবে উইকেটরক্ষক কাইল ভেরেনাইকে (২২) বোল্ড করেন পেসার খালেদ আহমেদ।

এরপর টাইগারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান কেশব মহারাজ। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে স্বাগতিকদের চারশ’ পেরোনো সংগ্রহ এনে দেন তিনি। দিনের দ্বিতীয় সেশনে মহারাজকে বোল্ডকে করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান তাইজুল। তার আগে উইয়ান মুলদারকেও (৩৩) বোল্ড করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি পাওয়া মহারাজ ৯৫ বলে ৯ চার ও ৩ ছয়ে করেন ৮৪ রান। মুলদারের সঙ্গে ৮০ রানের জুটির পর সাইমন হার্মারের (২৯) সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে দ. আফ্রিকাকে রান পাহাড়ে নিয়ে যান এই স্পিনার।

কেবল মহারাজ নন, সফরকারী বোলারদের বেশ ভুগিয়েছে প্রোটিয়াদের টেল-এন্ডাররা। তবে এবারও স্বস্তি তাইজুলে। হার্মারকে নিজের ষষ্ঠ শিকার বানান তিনি। চা বিরতিতে যাওয়ার আগেই স্বাগতিকদের শেষ উইকেট লিজাড উইলিয়ামসকে (১৩) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ। অপরাজিত ছিলেন ডুয়ান্নে অলিভিয়ের (০)।

Leave a Comment