যুক্তরাষ্ট্রে রেকর্ড দশ লাখ করোনা রোগী শনাক্ত

দুই বছর ধরে করোনায় ভুগছে সারা বিশ্ব। এর মাঝে একাধিকবার শনাক্তের রেকর্ড করেছে বিভিন্ন দেশ। এবার ওমিক্রনের দাপটের মাঝে সোমবার সব রেকর্ড উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। একদিনে দেশটি পেয়েছে ১ মিলিয়ন বা ১০ লাখের বেশি নতুন রোগী।

ইউএসএ টুডে এক প্রতিবেদনে বলছে, শুধু সোমবারই ১০ লাখ ৪২ হাজার মানুষের সংক্রমিত হওয়ার তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

সোমবার শনাক্ত রোগীর এই সংখ্যা এর আগের রেকর্ডের প্রায় দ্বিগুণ। চার দিন আগে ৫ লাখ ৯০ হাজার রোগী শনাক্তের সেই রেকর্ড যুক্তরাষ্ট্রেই হয়েছিল।

ইউএসএ টুডে লিখেছে, নববর্ষ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে জমে থাকা কিছু নমুনার তথ্যও সোমবারের হিসাবের সঙ্গে যোগ হয়েছে, যা রাতারাতি রোগীর সংখ্যা বৃদ্ধিতে কিছুটা ভূমিকা রেখেছে। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতি একশ নাগরিকের একজন কভিডে আক্রান্ত হয়েছেন।

তবে এ তথ্য নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালে জানায়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৯ হাজারের মতো রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৭০৮ জন।

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *