‘যতীন সাহা হত্যাকাণ্ড’ হিসেবে প্রচারিত ভিডিওটি মিথ্যা ও গুজব: পুলিশ

নোয়াখালীর চৌমুহনীতে যতীন কুমার সাহাকে হত্যার ঘটনা হিসেবে প্রচারিত ভিডিওটি মিথ্যা বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে পুলিশ এ তথ্য জানায়।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওকে একটি কুচক্রী মহল গত ১৫ অক্টোবর নোয়াখালীর চৌমুহনীতে যতীন কুমার সাহা নামে এক ব্যক্তিকে হত্যার ভিডিও বলে প্রচার করেছে। প্রকৃতপক্ষে ওই ভিডিওটি হচ্ছে, গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে শাহীন উদ্দিন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার ভিডিও।

পুলিশ জানায়, পল্লবীর ওই ঘটনার প্রধান আসামিসহ অপর আসামিদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কুচক্রী মহলটি পল্লবীর ওই ভিডিওকে এডিট করে যতীন সাহা হত্যাকাণ্ডের ভিডিও হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল করছে।

তারা বলে, জনমনে বিভ্রান্তি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশে ছড়ানো ওই ভিডিও প্রচারকারী মূল হোতাদের ধরতে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিট ইতিমধ্যেই তদন্ত ও আভিযানিক কার্যক্রম শুরু করেছে।

মিথ্যা ভিডিওটি দেখে বিভ্রান্ত না হতে এবং অযাচাইকৃত যেকোনো কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়াতে দেশবাসীর প্রতি বিবৃতিতে পুলিশ বিশেষভাবে অনুরোধ জানায়।

Leave a Comment