ময়মনসিংহে আরও ২৫জন মারা গেলেন করোনা ইউনিটে

বিশ্বে করোনায় ২৭ লাখেরও বেশি মানুষের মৃত্যুকরোনায় মৃত ২৮ লাখ ছাড়াল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ আগষ্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ২৫ জনের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১৫ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-
ময়মনসিংহ সদরের নুরুল হুদা (৬৫), নূরুল ইসলাম (৬০) ও পরিমল চন্দ্র দে (৯০), ত্রিশালের আনোয়ারা বেগম (৭৭) ও হাসিনা (৬২), নান্দাইলের আব্দুল হেলিম (৬৫), হালুয়াঘাটের বিজয় রিচিল (৬০), তারাকান্দার ইউসুফ (৮০), নেত্রকোনার মোহনগঞ্জের জাহানারা (৫৪) এবং শেরপুর শ্রীবর্দির মাহমুদা (৬৪)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের শিববাড়ির সীমা সাহা (৫০), কালীবাড়ির লুৎফুন্নাহার (৮৩), ত্রিশালের শামীমা নাসরিন (২৬), গফরগাঁওয়ের রমিজউদ্দীন ( ৮৫), সালেহা (২৫), ঈশ্বরগঞ্জের রওশন আরা (৫০), ফুলবাড়িয়ার আবু বকর সিদ্দিক (৬০), মুক্তাগাছার জরিনা খাতুন (৫৫), নান্দাইলের খোদেজা বেগম (৪৬), গৌরীপুরের শিরিন (৫০), নেত্রকোনার পূর্বধলার ফরহাদ (৪৫), কেন্দুয়ার আব্দুর রহমান (৮৫), জামালপুরের দেওয়ানগঞ্জের রোকেয়া (৬০), টাংগাইলের মধুপুরের আকবর আলী (৬০) এবং কিশোরগঞ্জের সুমেতা (৬০)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩৫৯ জন, আইসিইউতে ভর্তি আছেন ২১জন।

শনিবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৪৮ জন ও আরটিপিসিআর টেস্টে ১৩৮জনসহ মোট ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরে ৯২জন, নান্দাইলে ৪জন, ঈশ্বরগঞ্জে ৮জন, গৌরীপুরে ৯জন, ফুলপুরে ১৭জন, তারাকান্দায় ৩জন, হালুয়াঘাটে ২জন, ধোবাউড়ায় ০জন, মুক্তাগাছায় ২৫জন, ফুলবাড়িয়ায় ৫ জন, ত্রিশালে ১১জন ও ভালুকায় ৬জন ও গফরগাঁওয়ে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৯১৮১ জনের করোনা শনাক্তের পর সুস্থ হয়েছেন ১৪২৮৫জন। বাকি ৪৮৯৬জন রোগী এখনও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *