মায়ের দেহের পাশে বসে কাঁদছিলো শিশু ফাতেমা

ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রংপুরে চলন্ত অটোরিকশার চাকায়

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার গাঙাইল ইউনিয়নের সুরাশ্রম এলাকার শ্রীরামপুর গ্রামে মৃত মায়ের রক্তাক্ত দেহের পাশেই বসে মা মা বলে কান্না করছিলো ৩ বছর বয়সী কন্যা শিশু ফাতেমা। সেই কান্নার শব্দ শুনেই খোঁজ মেলে ইয়াসমিন আক্তারের (৩২) মরদেহের।
নিহত ইয়াসমিন আক্তার নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সাদ্দাম হোসেনের (৪০) স্ত্রী।

গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত এগারোটার দিকে ময়মনসিংহের নান্দাইলে গাঙাইল ইউনিয়নের সুরাশ্রম এলাকার শ্রীরামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৮-১০ বছর আগে নান্দাইলের সাদ্দাম হোসেনের সঙ্গে নেত্রকোনার ইয়াসমিনের বিয়ে হয়। তাদের ২ টি সন্তান রয়েছে। প্রায় বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। কিছুদিন আগে পারিবারিক ঝগড়া মামলা পর্যন্ত গড়ায়। কয়েকদিন আগে ২ পরিবারের মধ্যে সমঝোতা হয়। ২ দিন আগে স্বামীর বাড়ি ফেরত আসেন ইয়াসমিন।

ঘটনার দিন রাতে বাড়ি থেকে কিছুটা দূরে নির্জন জায়গা থেকে ১ শিশুর কান্নার শব্দ ভেসে আসে। শব্দ কোথা থেকে আসছে তা খুঁজতে গিয়ে ইয়াসমিনের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ সময় মরদেহের পাশে বসে ওই শিশুটি কান্না করছিল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নান্দাইল থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুর রহমান জানান, নিহতের বুকে-পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। তবে এ ঘটনার পর নিহতের স্বামী, শ্বশুর-শাশুড়িসহ বাড়ির সবাই পলাতক।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *