মাহমুদুল-লিটনে সকালে প্রতিরোধ বাংলাদেশের

আরও ৫ বল বেশি খেললেন মাহমুদুল হাসান।নিউজিল্যান্ডের মাটিতে যে টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ, সেই মাউন্ট মঙ্গানুইয়ে গত জানুয়ারিতে বাংলাদেশের ৮ উইকেটে জয়ের ম্যাচে ৭৮ রানের একটি ইনিংস আছে মাহমুদুলের। ২২৮ বলে ৭৮। নির্ভেজাল টেস্ট মেজাজের ইনিংস। ১৬৫ বলে অর্ধশতক তুলে নিয়েছিলেন মাহমুদুল। আজ ডারবান টেস্টের তৃতীয়ে দিনে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেওয়ার পথে আরও ৫টি বল বেশি খেললেন এই ওপেনার। ১৭০ বলে এসেছে অর্ধশতক। ২১ বছর বয়সী মাহমুদুলের টেস্টে ক্যারিয়ারের প্রথম দুটি অর্ধশতকই দেশের বাইরে।

মাউন্ট মঙ্গানুই টেস্টের আগের দিন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক তাঁকে নিয়ে বলেছিলেন, ‘সে বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হবে।’ মাহমুদুল তা হতে পেরেছেন কি না, সেটি বোঝা যাবে আরও অনেক পরে। আপাতত এটুকু বলা যায়, ঠান্ডা মাথায় বলের পর বল খেলে যাওয়ার মতো একজন ব্যাটসম্যান পেয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের আগে ৫ উইকেটে ১৮৩ রান তুলেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেকে এখনো ১৮৪ রানে পিছিয়ে বাংলাদেশ।

৪ উইকেটে ৯৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। উইকেটে ছিলেন আগের দিনের ‘নাইটওয়াচম্যান’ তাসকিন আহমেদ ও মাহমুদুল। আজ দিনের খেলার তৃতীয় ওভারের প্রথম বলে তাসকিনকে তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে উইকেট নেওয়ার খাতা খোলেন লিজাড উইলিয়ামস। এরপর লিটন দাস এসে জুটি বেঁধেছেন মাহমুদুলের সঙ্গে। সকালের সেশনে ১৬৯ বলে ৮২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুই ব্যাটসম্যান।২৩০ বলে ৮০ রানে অপরাজিত মাহমুদুল। ৯০ বলে ৪১ রানে অন্য প্রান্ত আগলে রেখেছেন লিটন।

লিটন এসে ইতিবাচক ব্যাটিং শুরু করেন। তাসকিন আউট হওয়ার পরের ওভারেই ডুয়ানে অলিভিয়েরকে তিন বলের ব্যবধানে দুটি চার মারেন লিটন। ২৪ বলে ১৬ রানে অপরাজিত থাকতে একবার ‘জীবন’ও পেয়েছেন। স্লিপে তাঁর ক্যাচ ফেলেন ডিন এলগার। আগের দিন ৪ উইকেট পাওয়া অফ স্পিনার সাইমন হারমার ৭০তম ওভারের শেষ বলে লিটনের বিপক্ষে উইকেটের পেছনে ক্যাচের আবেদন করেছিলেন। মাঠের আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান লিটন। বল তাঁর থাই প্যাডে লেগে উইকেটকিপারের গ্লাভসে জমা পড়ে। পাঁচ ওভার পর আবারও বিপদে পড়েন লিটন। হারমারের বলে তাঁর ক্যাচ নিতে পারেননি শর্ট লেগে দাঁড়ানো মুল্ডার।

প্রোটিয়াদের দুই স্পিনার কেশব মহারাজ ও হারমার বাঁক পাচ্ছেন উইকেটে। স্লিপ, শর্ট লেগ ও সিলি পয়েন্ট নিয়ে সকালের সেশনে বল করে গেছেন দুই স্পিনার। বাঁক ও বল মাঝেমধ্যে উঠে আসায় ঝুঁকির সৃষ্টি হলেও লিটন ও মাহমুদুলের দৃঢ়তায় আর কোনো উইকেট পায়নি দক্ষিণ আফ্রিকা। সকালের সেশনে ৩০ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে বাংলাদেশ।

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *