ভালো থেকো

আমি চলে যাচ্ছি!
আবেগের ডালা সাজিয়ে আর আসব না তোমায় বরণ করতে।
বর্ষার জলে কান্না লুকোবো তবুও
দেখতে দিব না নিজের নয়নাশ্রু।
রাতের গভীরে নিঃসঙ্গ ডাহুকের মত
কাঁদব না শব্দ করে, বিশ্বাস করো।
ধোঁয়া ওঠা এক কাপ চায়ে আর ভাগ বসাবে না কেউ।
মুঠোভরা সিক্ত শিউলীতে আর জানাবো ভালোবাসার আহ্বান।
মেহেদি পাতার মত লুকাবো হৃদপিণ্ড ছেঁড়া কষ্ট,
আকাশ পানে চেয়েও আর খুঁজব না তোমায়।
তুমি ভালো থেকো।

আমি হারিয়ে যাচ্ছি!
চিরচেনা সেই নামে আর ডাকবো না তোমায়,
কনসিলারে লুকাবো তোমায় নিয়ে দুশ্চিন্তার উপহার,
অবহেলিত ডার্ক সার্কেল দেখে আর ভ্রু কুঁচকাতে হবে না।
অকারণে বাজবে না আর তোমার অতি ব্যস্ত মুঠোফোন,
নিশ্চিন্ত ঘুমে কেউ বাঁধা হয়ে দাঁড়াবে না।
রাত জাগা লাল চোখ দেখে কেউ ব্যস্ত হবে না আর।
উষ্কখুষ্ক চুলগুলো আঙ্গুল চালিয়ে আর কেউ পরিপাটি করে দেবে না, দেখে নিও!
স্মৃতির আঁচে পুড়ব আমি একলা গোধূলীতে।
তুমি ভালো থেকো।

আমিও ভালো থাকবো, চোখের কার্নিশে জল লুকিয়ে,
ভগ্ন হৃদয়ের ধ্বংসাবশেষ বুকে নিয়ে,
তোমাকে নিয়ে দেখা অজস্র স্বপ্নগুলো সাদা কাফনে মুড়িয়ে,
স্মৃতির লন্ঠন নিভিয়ে ইচ্ছেদের অমানিশায় পুরে আমিও ভালো থাকব।
হ্যাঁ, আমিও ভালো থাকব!

|| ভালো থেকো ||
কলমেঃ মেহেজাবীন শারমিন প্রিয়া।

Leave a Comment