বৃন্ত ঝরা ফুল

যদি গোধূলির শেষ লগ্নে বিষাদে ছেঁয়ে যায় মন,
যদি অপেক্ষায় থেকে থেকে উৎকন্ঠায় বেড়ে যায় হৃৎস্পন্দন,

যদি নিয়মের বেড়াজাল অক্টোপাসের মতোন আষ্টেপৃষ্টে বেঁধে রাখে,
যদি আমার চোখ শিল্পীর তুলিতে তোকে আঁকে,

যদি অভিমানে না ঝরে শিউলি আর বকুল,
যদি ডাহুকের কন্ঠস্বরে আরো প্রগাঢ় হয় বিষণ্ণতার সুর,

যদি যান্ত্রিক শহরে মৌনতা জমাই শুধু তোরই কারণে,
যদি রঙধনুর সাতরঙে স্বপ্ন সাজাই তোর হাজারো বারণে।

যদি বর্ষায় ভিজে তোর দিকে বাড়াই একগুচ্ছ কদম ফুল,
যদি অজানা আশঙ্কায় করে ফেলি তোকে ছোঁয়ার মত ভুল।

তবুও কি রোজ উপেক্ষা বাণে বিদ্ধ হবো আমি?
তবুও কি আগুনরঙা চোখে ওমন করে তাকাবি?
তবুও কি রাখবি না চোখ আমার আকুলিত দুই চোখে?
তবুও কি বাঁধবি না আমায় তোর বাহুডোরে?

|| বৃন্ত ঝরা ফুল ||
~মেহেজাবীন শারমিন প্রিয়া।

Leave a Comment