বৃক্কের নিকটবর্তী নালিকার কাজ

আমাদের বৃক্কের কোষের নাম নেফ্রন।সেই নেফ্রনে বেশকিছু অংশ থাকে।তার মধ্যে অন্যতম একটি হলো প্রক্সিমাল কনভুলেটেড টিউব।

বৃক্ক নালিকার মধ্যে নিকটবর্তী অংশের নাম প্রক্সিমাল কনভুলেটেড টিউব।প্রক্সিমাল অর্থ নিকটবর্তী।এই অংশটি অনেক কাজে অংশগ্রহণ করে থাকে।যেমনঃ
১.পানি পুনঃশোষণ
২.সোডিয়াম ক্লোরাইড পুনঃশোষণ
৩.হাইড্রোজেন আয়ন ক্ষরণ
৪.গ্লুকোজ পুনঃশোষণ
৫.এমোনিয়া তৈরি করা
৬.ভিটামিন পুনঃশোষণ
৭.ফসফেট পুনঃশোষণ
৮.এমোনিয়াম আয়ন ক্ষরণ
৯.জৈব এসিড ও ক্ষার ক্ষরণ
১০.পটাশিয়াম আয়ন পুনঃশোষণ
১১.বাইকার্বোনেট আয়ন পুনঃশোষণ
১২.জৈব আয়ন ক্ষরণ

এরকম অনেক কাজের সাথে যুক্ত বৃক্কের নিকটবর্তী নালিকাটি।এর সঠিক কাজ মূত্র তৈরিতে সহায়ক।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment