বড় পর্দার অনেক তারকাই এখন ওটিটির কাজে ঝুঁকছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন ঢাকাই ছবির নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। প্রথম ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। নাম ‘টান’। পরিচালনা করছেন রায়হান রাফি। বুবলীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ। ঢাকার লোকেশনে শুটিং শুরু হয়েছে ছবিটির।টান’–এর মাধ্যমে ছবির পরিচালক ও সহশিল্পীর সঙ্গেও প্রথম কাজ এই অভিনেত্রীর। প্রথম ওয়েব ফিল্মে কাজ করা প্রসঙ্গে বুবলী বলেন, ‘ছবির গল্প, পরিচালক ও সহশিল্পী দেখেই কাজটি করছি। যখন কাজটির জন্য প্রস্তাব পেলাম, সবকিছু জানার পর দেখলাম ভালো কাজের একটি ফুল প্যাকেজ এই প্রজেক্ট। রাফি ভাই এ সময়ের একজন পরীক্ষিত পরিচালক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভালো ভালো কাজ দিচ্ছেন দর্শকদের।’
সিয়ামের ব্যাপারে এই নায়িকার বক্তব্য, ‘প্রথম দিন তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে একটু অস্বস্তি লাগছিল। কারণ তাঁর সঙ্গে এত দিন হাই-হ্যালোর মধ্যেই ছিলাম। ওইভাবে মেলামেশা হয়নি আগে। কাজ করতে গিয়ে দেখলাম সহশিল্পীকে কমফোর্ট জোন দেওয়ার চেষ্টা করেন, ভালো কাজে উৎসাহিত করেন তিনি। যেটি বর্তমান সময়ে একজন সহশিল্পী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ।’ বুবলী প্রসঙ্গে রায়হান রাফি বলেন, ‘প্রথম বুবলীকে নিয়ে কাজ করছি। কাজের প্রতি তাঁর দারুণ আন্তরিকতা দেখলাম। শুটিং শিডিউল খুব সুন্দরভাবে মেইনটেন করেন তিনি। এতে করে লোকেশনে কাজের গতিটা ভালো পাচ্ছি।’‘টান’–এর গল্প প্রসঙ্গে এই পরিচালক জানান, ভালোবাসার টানই মূলত ছবির গল্প। তবে এই ‘টান’-এর মধ্যে অনেক কিছুই লুকিয়ে আছে। সেসব দেখতে হলে অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখতে হবে।কনটেন্টটি ওয়েবের জন্য তৈরি হলেও আগে সিনেমা হলে মুক্তির কথা আছে। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এর শুটিং। ‘টান’-এ আরও অভিনয় করছেন নীলাঞ্জনা নীলা, সোহেল মণ্ডল প্রমুখ।