বিশ্ব বাঘ দিবস আজ

বিভিন্ন কারণে সুন্দরবনে কমছে বাঘের জন্য অনুকূল পরিবেশ। এ জন্য দায়ী মানুষের আগ্রাসী চলাচল আর জলবায়ুসহ প্রাকৃতিক নানা পরিবর্তন। এমন পরিস্থিতিতে আসছে অক্টোবরে ফের শুরু হচ্ছে বাঘ শুমারি।

পাখির চোখে দেখা অদ্ভুত সৌন্দর্যের এক বিচরণভূমি সুন্দরবন। বনের মধ্যে ছড়িয়ে থাকা খাল ও নদী সৌন্দর্যের সাথে বিছিয়ে রেখেছে রোমাঞ্চ আর রহস্যের মায়াজাল। যার প্রতিটি পরতে ঘাপটি মেরে রয়েছে বনের রাজা রয়েল বেঙ্গল টাইগারের শিকারী চোখ।

যদিও বনের জীবনমানে বাস্তবের দৃশ্যে বেশকিছুটা ফারাক এনে দিয়েছে বর্তমান। মানুষের অবাধ বিচরণ আর আগ্রাসী মনোভাবের সাথে প্রতিনিয়তই যোগ হচ্ছে অপরিকল্পতিত নগরায়ণ। যার বড় প্রভাব ফেলেছে বাঘের আবাসনে।

অথচ দুদশক আগেও সুন্দরবনে চারশো বাঘের আনাগোনা ছিলো। এখন মেলে না সে সংখ্যা।

২০১৮ সালের করা সর্বশেষ শুমারিতে মিলেছে সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা আছে ১১৪ টি। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরে আবারও হবে বাঘ শুমারি।

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *