বিএনপি–জামায়াতের সন্ত্রাসীদের ঠেকাতে আমাদের নারী কর্মীরাই যথেষ্ট: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশে নানা ধরনের পার্টি আছে। রাতের বেলা মানুষ গুম করে এমন একটা পার্টি, মরিচের গুঁড়া মারে সেটা একটা পার্টি, রাতের বেলা মলম মেখে দেয় সেটাও একটা পার্টি। সভাপতি থাকলে, সেক্রেটারি নেই সে ধরনের পার্টিও আছে। প্রতিদিন বিএনপি যেসব দলের সঙ্গে বৈঠক করছে, সেসব দল যে দেশে আছে, তা বৈঠকের পরই মানুষ জানতে পারে।

‘বিএনপি নাকি ডান-বাম সবার ঐক্য প্রতিষ্ঠা করবে’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে তারা ডান-বাম-অতিডান-অতিবাম সবার ঐক্য করেছিল। ঐক্যবদ্ধ নির্বাচনও করেছিল। ফলাফল, বিএনপির ঘরে মাত্র পাঁচটি আসন। এবারও সর্বোচ্চসংখ্যক দলের সঙ্গে মিটিং করে গতবারের চেয়ে বেশি ভালো ফল হবে বলে জনগণ মনে করে না।

তথ্যমন্ত্রী বলেন, ‘গণমানুষ ও খেটে খাওয়া মানুষের দল আওয়ামী লীগের নেতা–কর্মীরা রাজপথে সব সময় ছিল, আছে। ঢাকা ও চট্টগ্রামে আমাদের আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের কর্মীরা মাঠে নেমেছেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য আমাদের নারী কর্মীরাই যথেষ্ট।’

Leave a Comment