বরগুনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে একই এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ট্রলার মালিক আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহসভাপতি আবুল হোসেন ফরাজী টালার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বেলা ১১টার দিকে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় ঝড়ের কবলে পড়ে আল্লাহর দান নামের ট্রলারটি উল্টে যায়। এ সময় ৩ জেলে নিখোঁজ হয়।

নিহত জেলেরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।

আবুল হোসেন ফরাজী বলেন, ঘটনার পরেই ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিহতের আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছিল। তারা উদ্ধার করে লাশ নিয়ে আসতেছে। তবে ট্রলারটি উদ্ধার করা সম্ভব না হলেও উদ্ধার কাজ চলছে।

কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, ৩ জন জেলে নিখোঁজের বিষয়ে আমরা জেনেছি তবে উদ্ধার হয়েছে এ বিষটি আমাকে কেউ জানায়নি। তা ছাড়া ট্রলারটি উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

Leave a Comment