বগুড়ায় করোনা ও উপসর্গে ২৪ জনের মৃত্যু

প্রায় চার মাসের মধ্যে আজ সর্বনিম্ন করোনায় মৃত্যুপ্রায় চার মাসের মধ্যে আজ সর্বনিম্ন করোনায় মৃত্যু

বগুড়ার তিনটি হাসপাতালের ক‌রোনা ইউনিটে ২৪ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গে‌ছেন আরও ১৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ক‌রে ক‌রোনা শনাক্ত হ‌য়ে‌ছে ১৪৪ জনের। একই সময়ে সুস্থ হ‌য়ে‌ছেন ১৩৬ জন।

শ‌নিবার বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এই তথ‌্য জানান। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া সদর উপজেলার সরদার রহমতুল্লাহ (৮৩) ও সেলিনা বেগম (৬৯), দুপচাঁচিয়া উপজেলার শিশির চন্দ্র (৭০), গাবতলীর সামেদ আলী (৯৫), শেরপুরের জাহানারা বেগম(৭৩) ও চাঁন মিয়া (৪৫)। এই ৬ জনের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে অপর তিনজন মারা যান।

ডা. তু‌হিন জানান, ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৪৪ জন ক‌রোনায় আক্রান্ত ব‌লে শনাক্ত হয়েছেন।

আক্রান্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ। এ নি‌য়ে জেলায় এখন পর্যন্ত মোট ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন ১৭ হাজার ৮৫২ জন।

এর মা‌ঝে সুস্থ হ‌য়ে‌ছেন ১৫ হাজার ৪২২ জন। মারা গে‌ছেন ৫৩৩ জন। বর্তমা‌নে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন ১ হাজার ৮৯৭ জন।

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *