ফ্রান্সের প্রেসিডেন্টের গায়ে ডিমের আঘাত

ফ্রান্সের প্রেসিডেন্টের গায়ে ডিমের আঘাতফ্রান্সের প্রেসিডেন্টের গায়ে ডিমের আঘাত

রেস্টুরেন্ট ও হোটেলবিষয়ক একটি বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সেখানে হঠাৎই একজন দর্শনার্থী তাঁর মুখবরাবর ডিম ছুড়ে মারলেন। স্থানীয় সময় সোমবার ফ্রান্সের দক্ষিণ–পূর্বাঞ্চলের লিও শহরে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ছুড়ে মারা ডিমটি মাখোঁর কাঁধে আঘাত করে। তবে সেটি ভাঙেনি। ঘটনার পরপর ডিম ছুড়ে মারা ব্যক্তিটিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন নিরাপত্তারক্ষীরা। এ সময় মাখোঁ জানান, তিনি ডিম ছুড়ে মারা ওই ব্যক্তির সঙ্গে পরে কথা বলবেন।

এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘যদি তিনি (ডিম ছুড়ে মারা ব্যক্তি) আমাকে কিছু বলতে চান, তবে তাঁকে বলতে দেওয়া হবে।’

প্রতিবাদের অংশ হিসেবে ফ্রান্সে রাজনীতিকদের ওপর ডিম ছুড়ে মারার ঘটনা আগেও দেখা গেছে। মাখোঁর ওপর এর আগেও ডিম ছুড়ে মারা হয়েছিল। ২০১৭ সালে মাখোঁ তখন ফরাসি প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছিলেন, প্যারিসে জাতীয় কৃষি মেলা পরিদর্শনের সময় তাঁর ওপর ডিম ছুড়ে মারা হয়। ওই সময় ডিমটি মাখোঁর মাথায় আঘাত করে ভেঙে যায়।

চলতি বছরের জুনে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ভ্যালেন্স শহরে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে করমর্দনের সময় হঠাৎই এক ব্যক্তি মাখোঁকে সপাটে চড় মারেন। ওই ঘটনায় ২৮ বছর বয়সী একজনকে আটক করা হয়। ওই ব্যক্তি ইয়েলো ভেস্ট আন্দোলনের সমর্থক ছিলেন। পরে তাঁর চার মাসের কারাদণ্ড হয়।

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *