পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজদার জেলায় যাত্রীবহী একটি একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ২৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে । নিহতদের মধ্যে ১৫ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার ১১ (জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
খুজদার জেলার কার্খ এলাকার বিপজ্জনক একটি মোড় নেওয়ার সময় বাসটি গিরিখাতে পড়লে এসব তীর্থযাত্রী হতাহত হন। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সেখানে সেনা সদস্য ও আধা সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
দুর্ঘটনার শিকার যাত্রীরা স্থানীয় এক মুসলিম দরবেশের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তারা সবাই সিন্ধু প্রদেশের বাসিন্দা। এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের সবাই ছিলেন পুরুষ।
দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ‘বাসটিতে আসনের অতিরিক্ত যাত্রী ছিল, এমনকি অনেকে বাসটির ছাদে বসেও বাড়ি ফিরছিলেন।’ খুজদার জেলা হাসপাতালে আহতদের অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা আরোও বাড়তে পারে বলে জানান তিনি।