পটাশিয়ামের কাজগুলো জেনে নিন

By Dipa Sikder Jyoti Aug 21, 2021

এক্সট্রা সেলুলার ফ্লুইড ও ইন্ট্রা সেলুলার ফ্লুইড- এই দুই জায়গায়ই থাকা একটি উপাদান হলো পটাশিয়াম।পটাশিয়াম কোষের ভেতরে ও বাইরে উভয় স্থানে থেকে বিভিন্ন কাজ করে থাকে।

পটাশিয়াম কোষের ভেতরে ও বাইরে যে কাজগুলোর সাথে যুক্ত সেগুলো হলো-
*রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল
*একশন পটেনশিয়াল
*টিস্যু এক্সাইটেবিলিটি
*কোষের ভেতরের ফ্লুইডের অসমোলারিটি রক্ষা করে
*কোষের আয়তন রক্ষা করে
*ভেতরে পরিবেশের অবস্থার ভারসাম্য বজায় রাখে
*নিউক্লিক এসিড সিন্থেসিস করে
*প্রোটিন সিন্থেসিস করে
*কোষের বৃদ্ধি ঘটায়

এই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ পটাশিয়াম করে থাকে।ফলে ভেতরের পরিবেশ ঠিক থাকে।কোষেরও বৃদ্ধি হয় আবার আয়তনও বজায় থাকে।
তাই এটি বেশ গুরুত্বপূর্ণ উপাদান।

©দীপা সিকদার জ্যোতি

By Dipa Sikder Jyoti

আমি দীপা সিকদার জ্যোতি।লেখাপড়ার পাশাপাশি রংপুর ডেইলীতে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে কাজ করছি।সকলের আশীর্বাদ একান্ত কাম্য।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *