ধনী স্বামী খুঁজে দেওয়ার কথা বলে গরিব নারীদের বেচে দিতেন তিনি

শতাধিক নারীকে পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আফগান তালেবান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার তালেবান কর্মকর্তারা জানান, দেশটির উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশে গত সোমবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রায় ১৩০ জন নারীকে পাচারের অভিযোগ আছে।

তালেবানের প্রাদেশিক পুলিশ প্রধান দামুল্লাহ সিরাজ বলেন, ‘আমরা এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি। আমরা পরবর্তী সময়ে এই ঘটনা সম্পর্কে আরও জানতে পারব বলে আশা করি।’ জাওজানের জেলা পুলিশ প্রধান মোহাম্মদ সরদার মুবারিজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, যেসব দরিদ্র নারী নিজেদের অবস্থার উন্নতি করতে চাইতেন, তাঁদেরই নিশানা করতেন ওই পাচারকারী ব্যক্তি। মোহাম্মদ সরদার মুবারিজ বলেন, ওই পাচারকারী দরিদ্র নারীদের বলতেন যে তিনি তাঁদের ধনী স্বামী খুঁজে দেবেন। তারপর তিনি নারীদের অন্য প্রদেশে নিয়ে যেতেন। সেখানে নিয়ে তিনি তাঁদের দাস হিসেবে বিক্রি করে দিতেন।

Leave a Comment