দেশে করোনায় এক দিনে ৭ মৃত্যু

করোনায় দেশে এক দিনে মৃত্যু আবার দশের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়ে এ রোগে। এ সময়ে সংক্রমণ ধরা পড়েছে ৫১৮ জনের শরীরে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।

এ নিয়ে দেশে করোনায় মোট ২৭ হাজার ৭৩৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত রোগীর মোট সংখ্যা ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫। এর আগে গত ১০ মার্চ সর্বনিম্ন ছয়জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরো ৬৯৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন সুস্থ হয়ে উঠলেন। গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৪২ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭৩ শতাংশের বেশি। আর যে সাতজন গত এক দিনে মারা গেছেন, তাদের তিনজনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।

Leave a Comment